অনলাইনে মেয়র জন বিগসকে প্রশ্ন করুন ৩ সেপ্টেম্বর

টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৭ থেকে ৮ টা পর্যন্ত অনলাইনে ‘আস্ক দ্যামেয়র ইভেন্ট’ (মেয়রকে প্রশ্ন করার অনুষ্ঠান) পরিচালনা করবেন।

ঘরে বসেই আপনি স্থানীয় যেসব ইস্যূ আপনার ওপর প্রভাব ফেলছে, সেসব ব্যাপারে মেয়রের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পাবেন।

এই অনলাইন ইভেন্টে অংশ নিতে চাইলে আজই আপনার নাম নিবন্ধন করুন এবং চাইলে আপনি অগ্রিম প্রশ্নও জমা দিতে পারেন। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে ভিজিটকরুন – www.towerhamlets.gov.uk/askthemayor

Advertisement