শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হারের সঙ্গে শাস্তিও পেতে হল তামিম ইকবালকে। মূলত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় আউট হয়ে প্রতিক্রিয়া জানানোর কারণেই বাঁহাতি এই ওপেনার শাস্তি পেয়েছেন। শনিবার (২৯ মে) এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নিজের আউট নিয়ে সন্তুষ্ট ছিলেন না তামিম। সেটি ম্যাচ শেষেও প্রকাশ করেছেন। তামিম জানান, তিনি শতভাগ নিশ্চিত ছিলেন বলটি তাঁর ব্যাটে স্পর্শ করেনি। এটি নিয়ে ম্যাচ শেষে নিজের হতাশার কথা জানালেও শেষ পর্যন্ত আউট নিয়েই জরিমানা গুণতে হলো তামিমকে।মূলত ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ের ১০তম ওভারে। চামিরার করা বলটি যায় উইকেটকিপার ডিকভেলার হাতে। তবে চামিরা ও লঙ্কান দলের আবেদনে সাড়া দিয়ে আউট দেন তামিম। রিভিউ নিলেও অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আম্পায়ারের সিদ্ধান্তে যে খুশি হতে পারেননি সেটি আউট হওয়ার পরই বোঝা গিয়েছিল।যা কিনা ছিল আইসিসির নিয়ম বিরোধী আচরণ। আইসিসির নিয়ম ভাঙায় তামিমকে গুণতে হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা। আইসিসির ২.৩ ধারা অনুযায়ী এই জরিমানা গুণতে হলো বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ককে। সেই সাথে নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ রেফারির আনা এই অভিযোগ মেনে নিয়েছেন তামিম।