অফশোর কোম্পানীতে ব্রিটিশ রাণীর বিনিয়োগ!

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁর ব্যক্তিগত অর্থের প্রায় ১০ মিলিয়ন পাউন্ড অফশোর কোম্পানীতে বিনিয়োগ করেছেন বলে প্যারাডাইস পেপারে তথ্য প্রকাশ করা হয়েছে। প্যারাডাইস পেপার্সে বারমুডার একটি ল’ ফার্মের প্রায় এক কোটির বেশি গোপন নথি ফাঁস করা হয়। এতে রাণীসহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের গোপনে বিপুল পরিমাণ অর্থ অফশোর কোম্পানিতে বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে। ডাচি অব ল্যাঙ্কাস্টার নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাণী দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত অর্থ সেখানে বিনিয়োগ করা হয়। এতে ১৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ট্রাক্স ফাঁকির প্রমান মিলেছে বলে প্যারাডাইস পেপারে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য বৃটেনের রাণীর ট্যাক্স প্রদান করার বিধান না থাকলেও তিনি স্বেচ্ছায় তার নির্দিষ্ট কিছু সম্পদের ট্যাক্স দিয়ে থাকেন।

Advertisement