ব্রিটবাংলা রিপোর্ট:পূর্ব লন্ডনের ষ্টেপনীগ্রীন এলাকার সাউথান হাউজিং এর ষাটটি পরিবার ৷
প্রায় দুই দিন যাাবত পানি বিহীন অবস্থায় থেকে যখন কোন ভাবেই সমস্যার সমাদান হচ্ছেনা ৷
এমনকি হাউজিং কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি টেমস ওয়াটার কর্তৃপক্ষ ও তাদের ওয়েব সাইটে বলছে কোন সমস্যা নাই ফ্ল্যাটের বাসিন্দা আব্দুল হান্নান মিডিয়ার সহযোগীতা চেয়ে ফোন করেন ব্রিটবাংলা কে ৷
নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু যোগাযোগ করেন কাউন্সিলার রাবিনা খানের সাথে৷
রাবিনা খান তাৎক্ষনিক যোগাযোগ করেন কাউন্সিল এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দের সাথে এবং হাউজিং অফিসের সাথে ৷
দীর্ঘ সময়ের অপেক্ষার পর পানির বোতল সরবরাহ করা হয়৷
পরবতীর্তে রাত আটটায় কাউন্সিল হাউজিং ও টেমস ওয়াটারের উপস্থিতিতে পানি সরবরাহ পুনরায় চালু হয় স্বস্থি ফিরে পায় বাসিন্দারা ৷
বাসিন্দার কৃতজ্ঞতা জানিয়েছেন কাউন্সিলার রাবিনা খান সহ সংশ্লিষ্ট সবার প্রতি ৷
Advertisement