অবশেষে বাইডেনকে দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার অভিনন্দন

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। ৩রা নভেম্বরের ওই নির্বাচনের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার তার সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার নেতারা। এ সময়ে তারা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যু মোকাবিলার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠতার নিশ্চয়তা দেন। এর মধ্য দিয়ে এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিন নেতা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিশ্ব নেতাদের কাতারে যুক্ত হলেন, যারা বাইডেনকে স্বীকৃতি দিয়েছেন। ৩রা নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন নির্বাচিত হওয়ার পর তাকে বিশ্বের নানা প্রান্তের নেতারা বিজয়ী অভিনন্দন জানিয়ে তাকে স্বীকৃতি দিয়েছেন। সর্বশেষ তার সঙ্গে যুক্ত হলেন এসব নেতা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, দক্ষিণ-পূর্ণ এশিয়ায় চীন ক্রমশ সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।

এ ছাড়া দীর্ঘদিন বাণিজ্য, প্রতিরক্ষা ও পরিবেশ সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও তার এশিয়ান মিত্রদের মধ্যে সম্পর্কে একরকম উত্তেজনা বিরাজ করছে। এ সময়ে জো বাইডেন বিজয়ী হয়েছেন। তার সঙ্গে সব পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার প্রত্যায় ঘোষণা করেছেন। একই সঙ্গে করোনা ভাইরাস মহামারি, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলার কথা বলেন। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, তিনি টেলিফোনে বাইডেনের সঙ্গে কথা বলেছেন। এ সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের বিষয়ে তিনি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর অফিসে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-জাপান জোট শক্তিশালী করতে চান প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন। একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল অর্জনের জন্য তিনি একসঙ্গে কাজ করার কথা বলেছেন। উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর বৃটেন, ফ্রান্স, জার্মানি, ভারত সহ সারা বিশ্বের অনেক নেতাই অভিনন্দন জানিয়েছেন বাইডেনকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম চীন ও রাশিয়া। তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে।

Advertisement