অবৈধ ইহুদি বসতিতে মার্কিন সায় শান্তি প্রক্রিয়ায় বড় আঘাত: রাশিয়া

ব্রিট বাংলা ডেস্ক :: অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনে মার্কিন সমর্থন ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের আইনি ভিত্তি নড়বড়ে করে দেবে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনে এবার কার্যকরভাবে সায় দিয়েছে যুক্তরাষ্ট্র। গত চার দশকের নীতি পরিবর্তন করে সোমবার এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

আন্তর্জাতিক আইনের সঙ্গে এই বসতি নির্মাণ অসঙ্গতিপূর্ণ বলে দীর্ঘ দিন ধরে অবস্থান নিয়ে আসছিল তারা।

এতে ইসরাইলি-ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া আরও কঠিন হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াশিংটনের চার দশকের নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।

মার্কিন ঘোষণাকে দখলদার ইসরাইলিরা স্বাগত জানিয়ে উদযাপন করলেও ফিলিস্তিনিরা প্রতিরোধের নতুন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, এতে ঐতিহাসিক সত্যেরই প্রতিফলন ঘটেছে। এতে প্রমাণিত হয়, জুডাই ও সামরিয়ায় ইহুদিরা ঔপনিবেশিক বিদেশি ছিল না।

পম্পেও বলেন, আইনগত আলোচনা করার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি যে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে কোনোভাবেই অসঙ্গতিপূর্ণ না।

Advertisement