ব্রিট বাংলা ডেস্ক :: মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন নোবেলজীয় বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়— টুইটার
নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে ভারত গর্বিত বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার নিজ বাসভবনে অভিজিতের সঙ্গে সাক্ষাতের পর এক টুইটে একথা উল্লেখ করেন তিনি।
টুইটে মোদি লিখেছেন, ‘নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুবই ভালো বৈঠক হয়েছে। সাধারণ মানুষের ক্ষমতায়নে তার প্রচেষ্টা খুবই দৃশ্যমান। বিভিন্ন বিষয়ে আমাদের সুষ্ঠু ও গভীর আলোচনা হয়েছে।’
অভিজিতের প্রশংসা করে মোদি লিখেছেন, ‘অভিজিতের সাফল্যে ভারত গর্বিত। তার ভবিষ্যৎ উদ্যোগগুলোর জন্য আগাম শুভেচ্ছা জানাই।’
নোবেল পুরস্কার পাওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে আসা অভিজিৎ মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবারই কলকাতায় যান অভিজিৎ। কলকাতায় দুই দিন কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি। সূত্র: জিনিউজ