‘অমানুষ’ নিয়ে আসছেন নিরব

ব্রিট বাংলা ডেস্ক : গত বছরের মার্চে করোনাভাইরাসের কারণে শোবিজের কাজ বন্ধ হয়ে যায়। তখন অন্য অনেকের মতো চিত্রনায়ক নিরবও কর্মহীন হয়ে পড়েন।

লকডাউন শিথিল করার পর থেকেই শুরু হয় নিরবের নতুন মিশন। নিয়মিতই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে থাকেন। সেগুলো ছবির কয়েকটির কাজ এরই মধ্যে শেষও করেছেন। তার ছবির এ অভিযাত্রায় সর্বশেষ যুক্ত হয়েছে নতুন আরেকটি ছবি। এর নাম ‘অমানুষ’। পরিচালনা করবেন অনন্য মামুন। ২৪ মার্চ থেকে এর শুটিং শুরু করবেন নিরব।

এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার শুভ কামনায় নতুন ছবির কাজে নিয়মিতই যুক্ত হচ্ছি। এ ছবির গল্প এবং আমার চরিত্র দুটোই পছন্দ হবে দর্শকের।’

একই পরিচালকের ‘কসাই’ নামের একটি ছবির কাজও করেছিলেন কিছুদিন আগে। সম্প্রতি এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া সৈকত নাসিরের পরিচালনায় ‘ঢাকা এক্সপ্রেস’ ও ‘ক্যাশ’, রফিক শিকদারের ‘বিধাতা’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, রোজিনার ‘ফিরে দেখা’ ছবিগুলোর কাজ হাতে রয়েছে। এ ছাড়া বুলবুল জিলানীর পরিচালনায় ‘রৌদ্রছায়া’ এবং সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ নামের ছবি দুটিও মুক্তির অপেক্ষায় আছে।

Advertisement