ব্রিট বাংলা ডেস্ক :: ভারতের অযোধ্যা মামলার রায় দেয়া ৫ বিচারপতির নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা রবিবার এই তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার থেকেই ৫ বিচারপতির বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী, ব্যারিকেড এবং মোবাইল এসকর্ট টিম।
দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাননীয় বিচারপতিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে এখনও পর্যন্ত কোনও বিচারপতির কাছে কোনও হুমকিমূলক খবর আসেনি বলে জানান এই কর্মকর্তা।
অযোধ্যা মামলার রায় দেয়া ৫ বিচারপতিরা হলেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, অরবিন্দ বোবদে, বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির।
জানা যায়, রায় দেয়ার পর গতকাল রবিবার রাতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ দিল্লির বিখ্যাত পাঁচতারা হোটেল তাজ মানসিংয়ে চার বিচারপতিকে নৈশভোজে নিয়ে যান। আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন তিনি।
গত শনিবার ভারতের সুপ্রিম কোর্ট বহু প্রতীক্ষিত অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, বাবরি মসজিদের বিতর্কিত ওই জমি সরকার পরিচালিত একটি ট্রাস্টের হাতে তুলে দেয়া হবে এবং তারা সেখানে একটি রামমন্দির নির্মাণ করবেন। আর মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের ৫ একর জমি দেওয়া হবে।