ব্রিটবাংলা ডেস্ক : অর্থনৈতিক অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে ব্রিটিশ মুসলিম চ্যারিটি হিউম্যান অ্যাপিলের চীফ এক্সিকিউটিভ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
অর্থনৈতিক অনিয়মের মুখে ডিসিপ্লিনারি হিয়ারিং শেষে চলতি মাসে হিউম্যান আপিলের সিইও ওথমান মোকবালকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। একই সঙ্গে সংস্থার কমিউনিকেশন্স ডাইরেক্টর জাহিদ রাহমান এবং হেড অব ক্যাম্পেইন রেজাউল করিম পদত্যাগ করেছেন।
অর্থনৈতিক অনিয়মের তদন্তের অংশ হিসেবে চীফ এক্সিকিউটিভ বরখাস্ত হলেও অর্থ চুরির কোন প্রমান এখনো পাওয়া যায়নি বলে চ্যারিটির একজন মুখপত্র জানিয়েছেন।
এদিকে ওথমান মোকবালের আইনজীবি এক বিবৃতিতে জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে বরখাস্তের ঘটনায় হতবাক হয়েছেন মোকবাল। এই তদন্তকে হোয়াইট ওয়াশ উল্লেখ করে এর বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়েছে।
ম্যানচেস্টারে হিউম্যান আপিল বিশ্বের প্রায় ২৪টি দেশে চ্যারিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সংস্থাটির দুর্বল প্রশাসন, ফান্ডের অর্থের হিসেবে অনিয়মসহ চ্যারিটি পলিসি ভঙ্গের অভিযোগে গত ১৮ এপ্রিল থেকে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের চ্যারিটি কমিশন। তদন্ত শেষে পুর্নাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে কমিশন।
Human Appeal CEO sacked for gross misconduct
The chief executive of Muslim charity Human Appeal has been sacked for gross misconduct following an investigation into financial irregularities.
The Times reports that Othman Moqbel was dismissed by the Manchester-based charity this month after a disciplinary hearing.
Two other executives, Zahid Rehman, director of communications, and Razaul Karim, head of campaigns, have resigned after being suspended.
“A disciplinary hearing based on evidence from the exhaustive inquiry highlighted a number of acts or omissions by Mr Moqbel which amounted to gross misconduct and he has this month been dismissed,” a charity spokesman said.
“No evidence has yet emerged to suggest that money has been stolen,” the spokesman added.
Moqbel is now preparing proceedings against the charity.
A statement from his lawyers said the dismissal had come as a “shock to him and many others” and described the inquiry as a “whitewash”.
“The investigation was based on wholly inaccurate details and considerations,” they added. “He very much regrets not being able to say more about the . . . investigation which led to him being dismissed in such an unfair and summary way.”
Human Appeal describes itself as an international relief and development agency that this year worked in 24 countries, providing humanitarian aid that saves and transforms lives.
It is now the subject of an inquiry by the Charity Commission into poor administration, failures to account for funds and breaching the charity’s policies and procedures.
The Charity Commission said it had opened a statutory inquiry into Human Appeal “ To investigate serious concerns about its administration, including failures to account for the charity’s funds and failures to adhere to the charity’s policies and procedures”.
The inquiry began on April 18 and a report will be published at its conclusion.