শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূসকে জাপানে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে (২৩ জুলাই) ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দেয়া হবে। ডেইলি মেইলআন্তর্জাতিক অলিম্পিক কমিটি এক বিবৃতিতে বলেছে, ইউনূস তার ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন, তাকে এবার ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য সম্মাননা দেয়া হবে।২০০৬ সালে নোবেল পুরষ্কার পাওয়ার পর বৈশ্বিক ব্যক্তিতে পরিণত হন ইউনূস। আইওসি জানায়, সংস্কৃতি, শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ৫ বছর আগে ‘অলিম্পিক লরেল’ পদক তৈরি করে অলিম্পিক কমিটি। প্রথমবার এই পদক পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি তার নিজ দেশে একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল ও শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করেছিলেন।১৯৮০ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ইউনূস। তার উদ্যোগের মধ্যে রয়েছে ‘ইউনূস স্পোর্টস ক্লাব’।২০১১ সালে গ্রামীণ ব্যাংকের প্রধান পদ থেকে বরখাস্ত হওয়ার পর ইউনূস সম্প্রতি আইনী সমস্যায় পড়েছেন। তার সমর্থকরা বলছেন, তিনি বাংলাদেশ সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন, তার ওপর উচ্চ সুদ হারে দরিদ্রের রক্ত চোষার অভিযোগ উঠেছে। ২০২০ সালের মার্চে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানে তিনি শ্রম আইন লঙ্ঘন করেছেন এই স্বীকারোক্তির পর তাকে ৮৮ ডলার জরিমানা করা হয়।
অলিম্পিক লরেল সম্মান পেতে যাচ্ছেন ড. মুহম্মদ ইউনূস
Advertisement