ব্রিটবাংলা ডেস্ক : অল্প বয়েসি মেয়েদের বিপথগামী এবং তাদেরকে যৌন কাজে লিপ্ত করার অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তির উপর টাওয়ার হ্যামলেটসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কোর্ট।
পাউয়েল সুলিভান ইস্ট লন্ডনের সর্ডিচ এলাকার চ্যাশায়ার স্ট্রিটের বাসিন্দা। অল্প বয়েসী কিশোরীদের ফুসলিয়ে বিপথগামিতায় উৎসাহিত করা এবং অল্প বয়েসী চার কিশোরকে যৌন কাজে লিপ্ত করার ৯টি অভিযোগে শুক্রবার তিনি জামিন নিতে থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে শিশুদের অশ্লিল ছবি তোলার জন্যে তিনটি এবং দুজন অল্প বয়েসী মেয়েকে ক্যানাবিস সরবরাহের আরো চারটি অভিযোগ আনা হয়েছে।
কোর্টে তিনি কোন কথা বলেননি। শুধু তার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ নিশ্চিত করে অভিযুক্ত পাউয়েল। সাতটি শর্তে থেমস ম্যাজিস্ট্রেইট কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। এই শর্তগুলোর মধ্যে অন্যতম হল পুলিশ অথবা মেডিক্যাল এপয়েন্টমেন্ট ছাড়া তিনি টাওয়ার হ্যামলেটসে প্রবেশ করতে পারবেন না। এছাড়া তাকে ষোল বছরের কম বয়েসী কারো সঙ্গে কোন ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমন কি পাবলিক পার্ক, শিশুদের খেলার মাঠ অথবা স্কুলের ১৫ মিটারের ভেতরে না আসতেও তাকে বারন করেছে কোর্ট। এছাড়া বড়দের উপস্থিতি ছাড়া কোন শিশুর পাশে যেতে পারবেন না তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কোর্ট। তাকে সর্বদা ইস্ট লন্ডনের লাউটনের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামি ১৫ মার্চ পাউয়েলকে স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জামিনের শর্ত ভঙ্গ করলে তাকে কোর্টে তলব করা হবে বলে সতর্ক করেছেন থেমস ম্যাজিস্ট্রেইট কোর্টের ম্যাজিস্ট্রেইট।