ব্রিট বাংলা ডেস্ক : সচরাচর এ আর রহমান কোনও বিতর্ক নিয়ে মন্তব্য করেন না। কারোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এমনটা কেউ আগে শুনেছেন বলে মনে হয় না। তবে সারাজীবন শিল্প আর সৃষ্টি নিয়ে বুঁদ হয়ে থাকা মানুষটি যখন সাম্প্রতিককালে সবথেকে বেশি বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন, তবে অবাক হতে হয়।
আর ঠিক এমনটাই ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড গ্যাং নিয়ে মুখ খোলেন এ আর রহমান। এরপরই তাঁর পাশে দাঁড়িয়ে টুইট করে শেখর কাপুর। যদিও পরিবর্তে শান্তির বার্তাই দিলেন সঙ্গীতশিল্পী।
আর অস্কারজয়ী সঙ্গীতশিল্পীর সেই কথা প্রসঙ্গে, তাঁর পাশে দাঁড়িয়ে রবিবারই টুইট করেন পরিচালক শেখর কাপুর। রহমানের সাক্ষাৎকার নিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন লিঙ্ক দিয়ে শেখর কাপুর লেখেন, ‘এ আর রহমান, তোমার সমস্যাটা কোথায় জানো? তুমি অস্কার পেয়ে গেছো। বলিউড থেকে অস্কার পাওয়া মানে মৃত্যুর মুখে চুম্বন করা। তুমি তোমার প্রতিভার প্রমাণ করেছো, আর সেটি বলিউড ঠিক গ্রহণ করতে পারছে না।
তবে শেখর কাপুরের এই টুইটের থেকেও অবাক করে, এ আর রহমানের দেওয়া পাল্টা উত্তর। শেখর কাপুরের টুইটের জবাবে। সঙ্গীতশিল্পী লেখেন, হারানো অর্থ ফিরে আসে, খ্যাতিও ফিরে আসে। তবে জীবন থেকে মূল্যবান সময় যদি নষ্ট করে ফেলা হয়, তা আর ফেরে না। শান্তি চাই। এটা থেকে বের হয়ে জীবনে আমাদের আরও অনেক কিছু করার আছে।
তবে এ আর রহমানের শান্তির বার্তায় তাঁর প্রশংসাই করেছেন নেটিজেনরা। রহমানের টুইটের উত্তরে কমেন্ট করতে দেখা গিয়েছে অভিনেতা রণবীর শোরেকেও।