অস্ট্রেলিয়ায় তীব্র দাবানলের ধোঁয়া, মাঠেই অসুস্থ ক্রিকেটার

ব্রিট বাংলা ডেস্ক :: অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে দাবানল। ক্রিকেটের বিগব্যাশ সিজনে চলতি মাসে একটি ম্যাচ দাবানলের ধোঁয়ার কারণে বাতিল করার পর অপর এক ম্যাচে খেলা চলাকালে অসুস্থ হয়ে পড়েন এক ক্রিকেটার।

এডিলেড স্ট্রাইকার্স ও সিডনি থান্ডার্স দল মানুকা ওভালে ম্যাচ শুরু আগেই সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। কিন্তু তা উপেক্ষা করেই মাঠে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ম্যাচ চলাকালে দাবানলের আগুনের ধোঁয়ার তীব্রতা বাড়ায় অসুস্থ হয়ে পড়েন অ্যাডিলেড পেসার পিটার সিডল। আর সে কারণেই শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রানের লড়াকু পুঁজি গড়ে অ্যাডিলেড। জবাবে ব্যাট করতে নেমে ৪.২ ওভারে ১ উইকেটে ৪০ রান করে সিডনি। ঠিক সেসময়ে পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়। নিরুপায় হয়ে ম্যাচ পণ্ড ঘোষণা করেন অফিসিয়ালরা। আর খেলা শেষে দাবানলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সিডল। ২ ওভার বল করা অ্যাডিলেড পেসারকে ম্যাচ শেষে দ্বারস্থ হতে হয় চিকিৎসকের। পরে সুস্থ হন তিনি।

অবশ্য দাবানলের আঁচ থেকে বছরের শুরুতে সিডনিতে অনুষ্ঠিত হতে চলা টেস্টকে দূরে রাখার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কারণ চলতি মাসের শুরুতে দাবানলের কারণে সেখানকার দূষণ সূচক ১০০০ ছাড়িয়েছিল। এমন পরিস্থিতিতে বক্সিং-ডে পরবর্তী টেস্ট আয়োজন করা সিএ’র কাছে চ্যালেঞ্জিং। নিউজ ট্রাক লাইভ।

Advertisement