অস্ট্রেলিয়া বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন ভারতীয় অভিনেত্রী

ব্রিট বাংলা ডেস্ক :: ২০২০ বিশ্ব টি-টোয়েন্টি আসর বসবে অস্ট্রেলিয়ায়। আর মেলবোর্নে এর ট্রফি উন্মোচন করলেন ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুর। শুক্রবার পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির উন্মোচন হলো ভারতের লিজেন্ডারি অধিনায়ক নবাব পতৌদির পুত্রবধূর হাত ধরে। পুরুষদের বিশ্বকাপ আগামী বছর অক্টোবরে শুরু হবে। আর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২১শে ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ট্রফি উন্মোচনের একাধিক ছবি পোস্ট করেন কারিন। যেখানে ট্রফির পাশে দাঁড়িয়ে পোজ দেওয়া ছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে বসেও বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর। এছাড়া মেলবোর্ন ক্রিকেট ক্লাবের ভেতরে শচিন টেন্ডুলকার-ডন ব্র্যাডম্যানের ছবির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে কারিনা বলেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশ্বকাপের মতো এমন একটি ইভেন্টে প্রত্যেকটি দেশের প্রত্যেক নারী ক্রিকেটারকে উৎসাহ দিতে চাই তাদের স্বপ্নপূরণের জন্য।

এমন একটি আন্তর্জাতিক মঞ্চে নারীদের দেখা ভীষণ আনন্দের।’ ভারতের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মনসুর আলি খান পতৌদির পুত্রবধূ কারিনা বলেন, ‘আমার শ্বশুর বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার ছিলেন, যিনি ভারতীয় জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন। তাই এমন একটি ইভেন্টের অংশীদার হওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের।’

Advertisement