ব্রিট বাংলা ডেস্ক :: কুর্দিশ যোদ্ধারা সীমান্ত থেকে সরে না গেলে ফের পুরোদমে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
অস্ত্রবিরতি সত্ত্বেও শুক্রবার সেখানে বিচ্ছিন্ন লড়াই চলছে বলে খবরে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এরদোগান তাকে জানিয়েছেন যে অঞ্চলটিতে সামান্য স্নাইপার ও মর্টারের গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। যা অচিরেই কমে যাবে।
ট্রাম্পকে এক ফোনকলে এরদোগান বলেছেন, তিনি অধীর আগ্রহ নিয়েই অস্ত্রবিরতি কিংবা হামলা বন্ধ রাখতে চান।
কুর্দিস্থান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র মোস্তফা বালী অভিযোগ করেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বৃহস্পতিবারের সফরে অস্ত্রবিরতি সত্ত্বেও সেখানে হামলার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, যুদ্ধ বন্ধের চুক্তি সত্ত্বেও তাদের যোদ্ধা, বেসামরিক বসতি ও হাসপাতালের মতো স্থাপনা লক্ষ্যবস্তু বানিয়ে বিমান ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে।
ইস্তানবুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, যদি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করা হয়, তবে নিরাপদ অঞ্চলের ইস্যুটির মীমাংসা হয়ে যাবে। কিন্তু সেটা যদি ব্যর্থ হয়, তবে অভিযান শুরু হবে।
বৈরিতার অবসান মানেই হচ্ছে কোনো ধরনের যুদ্ধ ছাড়াই তুরস্কের ভূখণ্ডগত লক্ষ্য হাসিল হবে। কিন্তু কুর্দিস্থান যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের ছায়া বাহিনী অব্যাহত রয়েছে।