ব্রিটবাংলা ডেস্কঃটাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান- ২জন কাউন্সিলার দ্বারা অপমানের স্বীকার হয়েছেন দাবী করে সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার পূর্বলন্ডনের নিডা হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলার রাবিনা খান জানান,তিনি প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার স্যাডওয়েলের গ্লামিস রেসিডেন্ট হলে এলাকবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে কার্য পরিচালনা করছিলেন।
দিনের মধ্য সময়ে কাউন্সিলার অহিদ আহমদ ও কাউন্সিলার মাহবুব আলম অনুমতি ছাড়াই হলে প্রবেশ করে বাসিন্দাদের সাথে কথা বলতে থাকে।
এবং এক পর্যায়ে তিনি মেয়র প্রার্থী রাবিনা খানের সাথে উচ্চস্বরে কথা বলে ও নানা বিষয়ে তাকে হুমকি দেন বলেও দাবী করেন রাবিনা খান।
কাউন্সিলার অহিদ ও কাউন্সিলর আলমের সাথে এ সময় তাদের দলের আরো দু‘জন কাউন্সিলার প্রার্থী ছিলোও বলে জানান রাবিনা।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান এ বিষয়ে পরবর্তীতে পুলিশকে জানানো হয়েছে ।
তিনি আরো বলেন কাউন্সিলার অহিদ আহমদ ও কাউন্সিলার মাহবুব আলম হলে প্রবেশ করায় এবং তাদের আচরনে হলে থাকা এলাকাবাসীরাও আতংকিত হয়েছেন। এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন কাউন্সিলার রাবিনা খান ও কমিউনিটির নেতৃবৃন্দ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাবিনা খান বলেন এ ঘটনার কারনে তার নির্বাচনী কর্মকান্ডে কোন প্রভাব ফেলবেনা।
জনগন ও এলাকাবাসীকে সাথে নিয়ে এসবের বিরুদ্ধে রূখে দাড়াবেন তিনি।
উল্লেখ্য কাউন্সিলার রাবিনা খান টাওয়ার হ্যামলেটস এর মেয়র নির্বাচনে পিপল‘স এলায়েন্স ও টাওয়ার হ্যামলেটস দলের প্রার্থী হয়ে চাবি প্রতীক নিয়ে লড়বেন।
রাচেল ভিনসেন্ট এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কাউন্সিলার আব্দুল আসাদ, কাউন্সিলার আমিনুর খান, আতিক মিয়া, ড্যনিয়েল ডুগান।
এতে সাংবাদিক কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।