ব্রিট বাংলা ডেস্ক :: ব্রিসবেন গ্যাবায় এক ইনিংস ও ৫ রানে হেরেছিল পাকিস্তান। অ্যাডিলেড ওভালে সিরিজ নির্ধারণী দিবারাত্রির টেস্টেও ইনিংস পরাজয় দেখলো আজহার আলীর দল। অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৪ টেস্ট হারলো পাকিস্তান। আজ (সোমবার) চতুর্থ দিনে ৩৯/৩ নিয়ে ব্যাটিংয়ে নেমে ২৩৯তে থামে সফরকারীরা। তাতে এক ইনিংস ও ৪৮ রান জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। দিবারাত্রির টেস্টে ৬ ম্যাচের সবকটিতেই জিতলো অজিরা। পাকিস্তান ৪ ম্যাচের ৩টিই হেরেছে। জিতেছে একটি।
৭ ম্যাচে ১৭৬ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। টানা ৭ জয়ে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপে এখানো পয়েন্টহীন পাকিস্তান।
ফলোঅন করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছিল চতুর্থ উইকেট জুটিতে। শান মাসুদ-আসাদ শফিকের কল্যাণে প্রথম ঘণ্টাটা ভালোভাবেই পার করে পাকিস্তান। দলীয় ১২৩ রানে মাসুদের বিদায়ে ভাঙে ১০৩ রানের জুটি। ১২৭ বলে ৬৮ রান করেন বাঁহাতি এই ওপেনার। কিছুক্ষণ পর বিদায় নেন শফিকও। ১১২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। দুটি উইকেটই যায় অফস্পিনার নাথান লায়নের পকেটে। লায়ন এরপর ইফতিখার আহমেদ (২৭), ইয়াসির শাহ (১৩) ও শাহীন আফ্রিদিকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন। ক্যারিয়ারে ১৬তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন এই অফস্পিনার । এদিন অ্যাডিলেডে উইকেটের হাফসেঞ্চুরি হয় লায়নের। মোহাম্মদ রিজওয়ানের (৪৫) উইকেটটি নেন জশ হ্যাজলউড। আগের দিন দুই উইকেট নিয়েছিলেন এ পেসার। মোহাম্মদ আব্বাসের রানআউটের মধ্য দিয়ে আরেকটি লজ্জার হার দেখে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং
অস্ট্রেলিয়া: ৫৮৯/৩ ডিক্লে.
পাকিস্তান: ৩০২ ও ২৩৯
ফল: অস্ট্রেলিয়া এক ইনিংস ও ৪৮ রানে জয়ী
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
সিরিজ: দুই ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী।