আইডিইবি’র জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র তিন দিন ব্যাপী ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনদিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।‘সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবীদের এই সম্মেলন উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।১২টি কর্মঅধিবেশনে বিভক্ত সম্মেলনে ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় কাকরাইলে আইডিইবি ভবনে ‘জাতীয় সমৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি, ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আইডিইবি ভবনে ‘একবিংশ শতকের দক্ষতা চ্যালেঞ্জ মোকাবেলায় মিডলেভেল ম্যানেজার উন্নয়ন পরিকল্পনা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক টেকনিক্যাল সেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি, ৩ সেপ্টেম্বর ’২২ বিকাল ৩টায় আইডিইবি ভবনে এটুআই ও আইডিইবি’র যৌথ উদ্যোগে ‘স্মার্ট ভিলেজ : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এ সব সেমিনারে দেশী বিদেশী বিশেষজ্ঞগণ অতিথি আলোচক ও পেপার উপস্থাপক হিসেবে অংশগ্রহণ করবেন। তিনদিনের সম্মেলনে সার্কভুক্ত দেশসমূহ ছাড়াও মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করবেন।৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।

Advertisement