আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইয়ুব-সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটের বিয়ানীবাজারের চারখাইতে শতাধিক পরিবারের কাছে পবিত্ৰ ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উপহারের মধ্যে রয়েছে ময়দা, চিনি, তেল, সেমাই, দুধ, চা সহ ঈদের প্রয়োজনীয় কিছু জিনিস পত্ৰ। সংগঠনের পক্ষ থেকে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বলেন, এই করোনার মহামারীতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়াই হলো এর মূল উদ্দেশ্য। বাবা-মায়ের নামে গঠিত এই ট্রাস্ট পরিচালিনায় ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর সাথে রয়েছেন উনার ভাই সেলিম চৌধুরী, হেলাল আহমদ চৌধুরী, দুলাল আহমদ চৌধুরী, সুমন আহমদ চৌধুরী এবং শামীম আহমদ চৌধুরী সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং তারা সবাই লন্ডন প্রবাসী। রমজানের শুরুতে ট্রাস্টের পক্ষ থেকে চারখাই ইউনিয়নে প্রায় তিন শতাধিক পরিবারের কাছে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। এছাড়াও চারখাইতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্টানগুলোতে ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ট্রাস্টের পক্ষ থেকে ভবিষ্যতে সকল জাতীয় দুর্যোগে এবং এলাকার উন্যয়নে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
আইয়ুব-সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে চারখাইতে শতাধিক পরিবারের মধ্যে পবিত্ৰ ঈদের খাদ্য সামগ্রী উপহার
Advertisement