আইসিসি থেকে লভ্যাংশ দাবি সৌরভের

ব্রিট বাংলা ডেস্ক ::
সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) ৩৯তম সভাপতি হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করেন। আর বৃহস্পতিবার আইসিসি থেকে প্রাপ্ত লভ্যাংশ দাবি করে বসেন। সৌরভ গণমাধ্যমে বলেন, ‘ আগামি পাঁচ বছরের চক্র অনুযায়ী ভারত আইসিসি থেকে প্রায় ৩৭২ মিলিয়ন ডলার পাবে। সামনের দুটি বিশ্বকাপের কারণে এটি পর্দার আড়ালে চলে যেতে পারে। তবে আমরা নিশ্চিত করছি যে, এটা আমরা পাবো।’

সৌরভের আইসিসি’র বিরুদ্ধে অবস্থান এটাই প্রথম নয়। মনোনয়ন জমা দিয়ে সৌরভ প্রথমে বলেন, ‘দায়িত্ব পেলে আমার প্রথম কাজ হবে আইসিসি থেকে আমাদের প্রাপ্ত হিস্যা বুঝে নেয়া। আমরা কয়েকবছর যাবত তাদের থেকে প্রাপ্ত অর্থ পাচ্ছিনা। বিশ্ব ক্রিকেটের ৭০ ভাগ লভ্যাংশ ভারত থেকে আসে।’।

Advertisement