আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের উদ্যোগে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ সমাবেশ শুরু হয়।এদিন ঢাকা মহানগর দক্ষিণসহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ সমাবেশে মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড, এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক এ কর্মসূচিতে অংশ নিতে সমবেত হয়েছেন।বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে থাকছে। এর অংশ হিসেবে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সমাবেশের পর শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ হয়ে মিরপুর রোড দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

Advertisement