আওয়ামী লীগসহ ১৩ রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক আজ

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ে শেষ ধাপে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৩টায় রাজধানীর নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আওয়ামী লীগসহ ইসির আমন্ত্রণ পেয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।ইভিএম যাচাইবিষয়ক সভার প্রথম দুই ধাপে গত ১৯ ও ২১ জুন ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। কিন্তু এতে অংশ নেয় ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিএনপিসহ আটটি দল আমন্ত্রণ পেলেও বৈঠকে অংশ নেয়নি।উল্লেখ্য, ইসির কাছে বর্তমানে ১ লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে। এসব মেশিন দিয়ে সর্বোচ্চ ১০০ আসনে ভোট করা যাবে। ৩০০ আসনে ভোট করতে আরও তিন লাখের মতো ইভিএম প্রয়োজন।

Advertisement