আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্রিট বাংলা ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে পতাকা তুলে এবং পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনের পর সাংস্কৃতিক পর্ব চলছে। এ সময় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পেশ করা হয়। মঞ্চে বসে এসব উপভোগ করছেন প্রধানমন্ত্রী।

এদিকে এই সম্মেলনকে ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

জানা গেছে, দলটির এবারের সম্মেলনে অংশ নিয়েছেন ২০ হাজারের মতো ডেলিগেটস। এ ছাড়াও সম্মেলনস্থলে সমবেত হয়েছেন দলের নেতাকর্মী, সমর্থকসহ প্রায় ৫০ হাজারের বেশি অতিথি।

Advertisement