আওয়ামী লীগ নেতা বদিউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা, শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।সোমবার দিবাগত রাত ৩টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।কৃষিবিদ বদিউজ্জামান বাদশা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ছিলেন।

Advertisement