আগামী নির্বাচনে আ’লীগ ৩০টি আসনও পাবে না- আবেদ রাজা (ভিডিও)

ব্রিটবাংলা রিপোর্ট :  লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা বলেছেন, আ’লীগ আগামী নির্বাচনে ৩০টি বেশি আসন পাবেনা। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে ৭জন বীর শ্রেষ্টের মধ্যে একজনও আওয়ামীলীগের নেই, ১১জন সেক্টর কর্মান্ডারের মধ্যে একজনও আ’লীগের নেই, ৬৮জন বীর উত্তমের মধ্যেও নেই, এমনকি ৩০ লাখ শহীদের মধ্যেও আ’লীগের কোন সিনিয়র নেতা নেই। কাজেই আগামী নির্বাচনে ৩০টি বেশি আসন পাবেন।
তিনি গত ১৩ নভেম্বর পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে আলোচনায় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের উপস্থিতিতে এ কথাগুলি বলেন।
তিনি বলেন, এই বিপ্লব শুরু হয়েছিল ভারত উপমহাদেশের কলকাতা থেকে ১৮৫৭ সালের ২৩ মার্চ মঙ্গল পান্ডের নেতৃত্বে। সেই সময়ের বিপ্লব সফল না হলেও ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমার বাংলাদেশে শান্তি ও মুক্তি ফিরিয়ে দিয়েছিলেন। আজ তারই উত্তরসূরী (তারেক রহমান) ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও মুক্তি ফিরিয়ে দিবেন। তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে ঐক্যজোট নির্বাচনে যাওয়ায় আমি খুশি। কারন ৫৭ বছর শেখ ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সাথে সংসার করেও সমঝোতায় পৌছাতে পারেনি। ঐক্যজোটেরও সমঝোতায় যাওয়া সম্ভাবনা ছিলনা। আমরা এখন আন্দোলনেও আছি, নির্বাচনেও আছি। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে।

 

Advertisement