আগামী মে মাসেই হবে ইংল্যান্ডে স্থানীয় নির্বাচন

ব্রিটবাংলা ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী মে মাসেই ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কেবিনেট অফিস মিনিষ্টার ক্লয়ে স্মীথ। মে মাসের ৬ তারিখে, ইংল্যান্ডের ১শ ৪৯টি লোকাল কাউন্সিল এবং লন্ডন মেয়রসহ কয়েকটি মেয়রাল পদে ভোট গ্রহণ করা হবে। ভোট দেওয়ার জন্যে, ভোটারদেরকে নিজস্ব কলম সঙ্গে নিয়ে সেন্টারে যাওয়ার জন্যে অনুরোধ জানানো হবে। ভোটিং সেন্টারগুলো করোনামুক্ত রাখতে, প্লাস্টিকের স্ক্রীন এবং হ্যান্ড স্যানিটাইজার কেনার জন্যে প্রতিটি কাউন্সিলকে অতিরিক্ত ৩১ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হবে। যেসব ভোটার ঘরে শিল্ডিঙয়ে রয়েছেন, তাদেরকে পোস্টে ভোট প্রদানের জন্যেও উৎসাহিত করা হবে।
উল্লেখ্য করোনার কারণে ইংল্যান্ডের ২০২০ সালের স্থানীয় নির্বাচনের তারিখ পরিবর্তন করে চলতি বছরের মে মাসে নিয়ে আসা হয়। তবে এরমধ্যে দ্বিতীয় দফায় নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। সর্বশেষ শুক্রবার সরকারের কেবিনেট অফিস থেকে মে মাসেই নির্বাচন হবে বলে নিশ্চিত করা হয়।

Advertisement