বিগত ৮ বছরের ধারাবাহিকতায় আগামী ২৩, ২৪ ও ২৫ নভেম্বর লন্ডন মুসলিম সেন্টারে আয়োজন করা হবে ইসলামী বই মেলা। বিগত বছরগুলোয় ইসলামী বই মেলার প্রতি কমিউনিটির মানুষের আগ্রহের কারণে এই মেলা ধারাবাহিকভাবে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করেছে আল কোরআন একাডেমী লন্ডন। শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আল কোরআন একাডেমীর চেয়ারম্যান ডক্টর হাফিজ মুনির উদ্দীন। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন বিগত বছরের ইসলামী বই মেলায় প্রায় ৭০ হাজার বই বিক্রী হয়েছিলো। আসন্ন মেলায় ও তারা বই বিক্রীর পাশাপাশি ‘পেন্সিল’ নামে সমৃদ্ধ ম্যাগাজিন প্রকাশ করবেন যেখানে কোর আন হাদিসের পাশাপাশি দেশী বিদেশী লেখক, গবেষকদের লেখা প্রকাশিত হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বই মেলার উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী এবং সদস্য সচীব আব্দুল লতিফ।
আগামী ২৩, ২৪ ও ২৫ নভেম্বর হবে আল কোরআন একাডেমীর ইসলামী বই মেলা
Advertisement