ব্রিট বাংলা ডেস্ক :: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান (নিক্সন) চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আজ দুপুরে এ জামিন মঞ্জুর করে। নিক্সনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ড. শাহদীন মালিক।
গত ১৫ অক্টোবর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নিক্সনের বিরুদ্ধে মামলা করে ইসি। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মামলা করেন। গত ১০ই অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হুমকি এবং নির্বাচন কর্মকর্তাদের গালাগাল করার অভিযোগ রয়েছে নিক্সনের বিরুদ্ধে।
Advertisement