সেন্ট পিটার্সবার্গের একটি শহরে পরিদর্শনে গিয়ে খ্যাতির বিড়ম্বনায় পড়লেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যখন ক্রোন্সটাদে পৌঁছান, তখন সেখানে এক দম্পতির বিয়ের অনুষ্ঠান চলছিল।তৎক্ষণাৎ পুতিনের আগমনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সেই দম্পতি। ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করেন তারা। পুতিনও আর না করেননি। তিনিও ছবি তুলতে রাজি হয়ে যান।নবদম্পতির সঙ্গে পুতিনের এ ছবি তোলার ভিডিও ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ ভিডিও।রুশ গণমাধ্যম আরটি তাদের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে- ক্রোন্সটাদ সফরে অদ্ভুত এক ঘটনার মুখে পুতিন। যারা তার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন তাদের মধ্যে এক নবদম্পতিও ছিল।ভিডিওটিতে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন- পুতিনের সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়াটা ভাগ্যের।অন্য একজন টুইটার ব্যবহারকারী পুতিনের নেতৃত্বের প্রশংসা করে লিখেছেন- নতুন এই বউ বেশ ভাগ্যবতী। বিয়ের দিন পুতিনের মতো একজন দক্ষ, যোগ্য ও সৎ নেতার সঙ্গে ছবি তুলতে পেরেছেন তিনি।অন্য একজন পুতিনের সমালোচনা করে লিখেছেন- আমার বিয়ের দিনও আমি এই ‘যুদ্ধাপরাধীর’ সঙ্গে এভাবে ছবি তুলতে চাই।
আচমকা নবদম্পতির বিয়ের অনুষ্ঠানে পুতিন, ভিডিও ভাইরাল
Advertisement