আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে আরও সামরিক শক্তি বাড়াতে চায় ইরান

ব্রিট বাংলা ডেস্ক :: আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে আরও সামরিক শক্তি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।

মঙ্গলবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রস্তুতি পর্যালোচনার পর এ কথা বলেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি।

তিনি আরও বলেন, অতীতেও আমরা যেমনটি করেছি আমাদের সীমান্তের কাছে এ ধরণের কোনো সন্ত্রাসীর তৎপরতা থাকলে তা কঠোরভাবে দমন করা হবে।

উল্লেখ্য, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলেই আজারবাইজান ও আর্মেনিয়ার অবস্থান। সম্প্রতি এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাদের ছোড়া কয়েকটি রকেট ইরান ভূখণ্ডেও আঘাত করেছে। পার্সটুডে।

Advertisement