– শফি আহমেদ
ইচ্ছে হয় তোমায় ডেকে
খুলবো আমার প্রভাত তালা
মনে হয় তোমায় নাম ধরে ডেকে
মেলবো আমার দিনের মেলা।
বিজয় রাতেও নিদ্রা
আমার হয়নি পারা
কখন যে হয় মোর সারা।
কখন জানি মিলবে মোদের
লক্ষ কুটি জনতার স্বপ্ন দেখা
হৃদয় ছোঁয়া সেই আপামর জনতার
শান্ত শীতল সোনার বাংলা
আনন্দ মুখর প্রভাত ফুলের মালা।
নীল আকাশের লাল সূর্য
সবুজ বাংলার মাঠে
আর হবেনা রক্তে রাঙা।
লাল হবে শুধু পলাশ শিমুল
ফুলের মত গোলাপ লালা।
Advertisement