২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হবে আজ সোমবার। এ জন্য সকাল ১১টায় আবারও বসেছে বাজেট অধিবেশন।এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।রবিবার (৭ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়, আজও কয়েকজন এমপি এ বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন। তার পর মন্ত্রণালয়গুলো ২০২১-২২ অর্থবছরে যে অতিরিক্ত অর্থ ব্যয় করেছে তার অনুমোদন দেবে সংসদ।পরে এসব মন্ত্রণালয়ের জন্য বাড়তি বরাদ্দ রাষ্ট্রপতির অনুকুলে বরাদ্দ দেবার আবেদন জানাবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পরে হা ভোটে সংসদ মন্ত্রণালয়গুলোর অনুকুলে অতিরিক্ত অর্থব্যয়কে সম্মতি দিয়ে সম্পূরক বাজেট পাশ করা হবে। এর পরে সংসদ কয়েকদিনের জন্য মুলতবি ঘোষণা করবেন স্পিকার।
Advertisement