আনসু ফাতির জোড়া গোলে বার্সার জয়

ব্রিট বাংলা ডেস্ক :: ১৭ বছর বয়সী আনসু ফাতির জোড়া গোলের সুবাদে লেভান্তেকে হারালো বার্সেলোনা। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে ২-১ গোলের জয় পেয়েছেন কিকে সেতিয়েনের শিষ্যরা।

ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও গোলের জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে বাড়ানো লিওনেল মেসির থ্রু দারুণভাবে রিসিভ করে প্রতিপক্ষ গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন ফাতি। পরের মিনিটে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই প্রতিভাবান তরুণ ফুটবলার। ম্যাচের অতিরিক্ত সময়ের খেলায় একটি গোল পরিশোধ করে অতিথিরা।

এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকলো বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকা গেতাফের পয়েন্ট ৩৯।

Advertisement