আনোয়ারুজ্জামানকে বাবুলের অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার

সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল।সোমবার মেয়র হিসেবে শপথ নেওয়া আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নবনির্বাচিত মেয়র সিলেট নগরের উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবেন। সিলেট নগরবাসী তার কাঁধে যে গুরুদায়িত্ব তুলে দিয়েছেন তিনি তার যথাযথ মর্যাদা রক্ষা করবেন।নজরুল ইসলাম বাবুল আশা প্রকাশ করেন, নির্বাচনের পূর্বে আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীর সামনে যে ইশতেহার উপস্থাপন করেছেন তা বাস্তবায়নে সফল হবেন। বিশেষ করে জলাবদ্ধতা, যানজট সমস্যার দ্রুত সমাধানের পাশাপাশি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গঠনে তিনি পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন।আনোয়ারুজ্জামান চৌধুরী দলমতের ঊর্ধ্বে থেকে নগরভবনকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবেন বলে মন্তব্য করে সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেন, নগরবাসীর সেবায় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সব সময়ই আমাকে পাশে পাবেন।

Advertisement