আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন এলে গালি দিতাম: সুনীল

সুঠামদেহী হিসেবে আলাদা খ্যাতি আছে সুনীল শেঠির।অনেকে তাকে বলিউডের শোয়ার্জনেগার বলে থাকেন।নায়ক-খলনায়ক দুই রূপেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।এবার তিনি দিলেন গোপন এক তথ্য। আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন এলেই গালাগাল করতেন তিনি।শান্তনুর সঙ্গে দ্য বারবার শপ পডকাস্টে এ প্রসঙ্গে সুনীল বলেন,সেইসময় এখানে (মুম্বাই) আন্ডারওয়ার্ল্ড একেবারে গিজগিজ করছিল।তুমি জানো,আমার কাছেও ফোন আসত,এই করব,ওই করব। আমি গালাগাল করে দিতাম। আমাকে পুলিশ বলেছিল,আপনি পাগল। শুনুন এরকম কিছু করবেন না।এতে ওরা বিরক্ত হয়ে কিছু করে বসতে পারে।আর আমার তাতে প্রতিক্রিয়া থাকত,কী? আমি তো কিছু ভুল করিনি। আমাকে সুরক্ষা দিন।এরকমই একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি।সুণীল আরও বলেন‘আমি এমন অনেক কাজ করেছি যা কখনও আথিয়া বা আহানকে বলিনি। কিছু পাগলামী করেছি,চোট পেয়েছি, সেখান থেকে বেরিয়ে এসেছি, নিজেই সুস্থ হয়েছি। আর সেই দৃষ্টিকোণ থেকেই আমি সবসময় বলি, সময়ই সব ঠিক করে দেয়।আজকাল বড়পর্দায় অনিয়মিত সুনীল। অভিনয়ের চেয়ে ব্যবসায় সময় দেন বেশি। খাবারের ব্যবসা রয়েছে তার। সবশেষ তাকে দেখা গেছে, ‘হান্টার টুটেগা নেহি তোড়েগা’ ও ‘ধারাভি ব্যাঙ্ক’নামক ওয়েব সিরিজ দুটিতে।

Advertisement