ব্রিট বাংলা ডেস্ক :: জাতীয় ক্রিকেট লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে প্রথম স্তরের ক্রিকেটাররা পেতেন ৩৫ হাজার টাকা করে, এখন থেকে তারা পাবেন ৬০ হাজার টাকা। আর দ্বিতীয় স্তরে যারা খেলেন তারা আগে পেতেন ২৫ হাজার টাকা, এখন তারা পাবেন ৫০ হাজার টাকা করে।
সম্প্রতি বেতন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে আন্দোলন করেন ক্রিকেটাররা। তাদের সেই দাবির প্রেক্ষিতে বেতন বাড়িয়েছে বিসিবি।
শুধু বেতন বাড়ানোই নয়, ক্রিকেটারদের বিভিন্ন সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে। ক্রিকেটাররা দাবি করেছিলেন তাদেরকে যেন ঢাকার বাইরে (কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও বগুড়া) খেলতে গেলে যাতায়াত বাবদ ১৫০০ টাকার পরিবর্তে বিমানের টিকিট দেয়ার। তাদের সেই দাবিও মেনে নিয়েছে বিসিবি।
এছাড়া ভালো মানের হোটেলে থাকার যে দাবি ছিল, তাদের সেই দাবিও মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড।