ব্রিট বাংলা ডেস্ক :: আফগানিস্তানে জঙ্গি হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ওই স্থান অতিক্রম করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। নিহত সকলেই ওই বাসের যাত্রী। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, শনিবার সকাল সাড়ে দশটার সময় এ বিস্ফোরণ ঘটে। গজনি থেকে রাজধানী কাবুলের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। ঘটনায় আরো ৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৩ নারীও।
বিস্ফোরণের ধরণ দেখে ধারণা করা হচ্ছে তালেবান এর সঙ্গে যুক্ত। তবে সংগঠনটি এখনো দায় স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করেনি।
Advertisement