আফগান দলের সকলেই করোনা নেগেটিভ

বাংলাদেশ সফররত আফগানিস্তান ক্রিকেট দলের সকল সদস্যের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যাদের আগে করোনা পজিটিভ হয়েছিলো, তাদেরও বুধবার সিলেটে হওয়া কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।
করোনা পরীক্ষায় সকলের নেগেটিভ ফলাফল আসার পর আজ সিলেট ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যেই অনুশীলন শুরু করেছে দলটি।বাংলাদেশ সফরে আসা আট ক্রিকেটার, কিছু সাপোর্ট স্টাফ এবং একজন ক্রিকেটারের স্ত্রীর করোনা পজিটিভ হয়। এতে বড়সড় ধাক্কা খেয়েছিলো আফগানিস্তান দলটি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরামর্শ অনুযায়ী পুরো স্কেয়াড পুনরায় পরীক্ষা করার আগে ৪৮ ঘণ্টার জন্য আইসোলেশনে চলে যায়।সীমিত ওভারের সিরিজের আগে বাংলাদেশে আসে আফগানিস্তান। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে আসে তারা। ১৯ ফেব্রুয়ারি বিসিবির বায়ো-বাবলে প্রবেশ করবে সফরকারী দলটি।বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ওডিআই সিরিজ উভয় দলের জন্যই গুরুত্ব¡পূর্ণ, কারণ এটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ।২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে। আর ৩ এবং ৫ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে ঢাকার মিরপুরে।সিলেটে ক্যাম্প শেষে ওয়ানডে সিরিজের জন্য ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম যাবে আফগানিস্তান দল।

Advertisement