আফগান বাহিনীর হামলায় ১৬০ তালেবান নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: আফগান সেনাবাহিনীর একাধিক সিরিজ বিমান হামলায় দেশটির উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশে অন্তত ১৬০ জন তালেবান সেনা নিহত হয়েছেন। আফগানিস্তানের উত্তরাংশের দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ২৯নং সেক্টর শাহীন কর্প এ খবর নিশ্চিত করেছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সার-ই-পুল, জাউজ্জান ও ফারিয়াবে মঙ্গলবার রাতে একাধিক সিরিজ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনীর দায়িত্বশীল অংশটি। এতে অন্তত ১৬০ জন তালেবান সেনা নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে বিবৃতি দিয়েছে শাহীন কর্পের ১০৯তম সেক্টর। হামলায় তালেবানের ৫০টি মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদও ধ্বংস হয়।

এছাড়া বুধবার পাকটিকা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফগান নিরাপত্তা বাহিনীর পৃথক আরেকটি হামলায় অন্তত ১৩ জন তালেবান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। এদিন কুন্দুজ প্রদেশের উত্তরাঞ্চলেও নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ১০ জন তালেবান নিহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

কোনও ঘটনার ব্যাপারেই তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বিবৃতি দেওয়া হয় নি।

Advertisement