ব্রিট বাংলা ডেস্ক :: উনাই এমেরির বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে সাবেক আর্সেনাল খেলোয়াড় ফ্রেডি লিউনবার্গকে গানারদের ম্যানেজার করে ক্লাব কর্তৃপক্ষ। এবার লিউনবার্গকে সরিয়ে দিয়ে আরেক সাবেক গানারকে ম্যানেজারের দায়িত্ব দিলো আর্সেনাল। দলটির সাবেক মিডফিল্ডার মিকেল আর্তেতাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিলো আর্সেনাল।
৩৭ বছর বয়সী আর্তেতার সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করেছে দলটি। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওয়ালার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে আর্তেতার। গত দুই মৌসুমে সিটির চ্যাম্পিয়ন দলের সহকারী কোচ ছিলেন এই স্প্যানিয়ার্ড। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত আর্সেনালের হয়ে ১৫০টি ম্যাচ খেলেন তিনি। এরমধ্যে ১৬টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করেন আর্তেতা।
কোচের দায়িত্ব পাওয়ার পর আর্তেতা বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মানের। আর্সেনাল ফুটবল বিশ্বের সেরা ক্লাবের একটি। আমাদের এখন লক্ষ্য হবে, বড় শিরোপার জন্য নিজেদের গুছিয়ে নেয়া। আমি জানি ক্লাবের এখনো অনেক কাজ বাকি। তবে আমি সবকিছু করতে পারবো বলে আত্মবিশ্বাসী। তবে আমি এটাও জানি রাতারাতি সব পরিবর্তন হবে না। এখন আমার প্রথম কাজ হবে খেলোয়াড়দের সঙ্গে ভালো করে সম্পর্কের উন্নয়ন করা। আর আর্সেনালকে তাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে সহায়তা করা। যা তাদের সমর্থকরা দেখতে পছন্দ করে।’
এর আগে গত নভেম্বরে টানা ৭ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারান এমেরি। আর্সেন ওয়েঙ্গারের উত্তরসূরি হিসেবে ২০১৮ সালের মে মাসে দায়িত্ব পান ফরাসি এই কোচ। প্রথম মৌসুমে তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম হয় আর্সেনাল। পরবর্তীতে অন্তর্র্বতীকালীন কোচ লিউনবার্গের অধীনেও দারুণ কিছু করতে পারেনি। ৪১ বছর আগের লজ্জার রেকর্ডের (টানা ১০ ম্যাচে জয়হীন) থেকে মুক্তি পেলেও টানা জয়ে ফিরতে পারেনি। পরের চার রাউন্ডে আর মাত্র একটি জয় পায় গানাররা। ১৭ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগে টেবিলের দশে আছে আর্সেনাল।