ব্রিট বাংলা ডেস্ক :: ২০১৯ বিশ্বকাপের ফাইনালে সুপার ওভার নাটকে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড। আজ (রোববার) অকল্যান্ডে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিও গড়ালো সুপার ওভারে। এবারো শেষ হাসিটা হাসলো ইংল্যান্ড। কিউইদের হারিয়ে সিরিজ জিতলো ৩-২ ব্যবধানে।
ইডেন পার্কে কার্টেল ওভারে ১১ ওভারে নেমে আসে ম্যাচ। প্রথমে ব্যাট করে ওপেনার মার্টিন গাপটিলের ২০ বলে ৫০, কলিন মানরোর ২১ বলে ৪৬ ও টিম সেইফার্টের ১৬ বলে ৩৯ রানের ঝড়ে ১৪৬/৫ সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১১ ওভারে ইংল্যান্ডও থামে ১৪৬/৭- এ। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৭ রান তোলে ইংল্যান্ড। টিম সাউদির করা ওই ওভারে একটি করে ছক্কা হাঁকান এউইন মরগান ও জনি বেয়ারস্টো।
এরপর বল হাতে ইংল্যান্ডকে জেতান ক্রিস জর্ডান।
Advertisement