আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। জানা যায়, ঘোষণা প্রত্যাখ্যান করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনকে একঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখেন ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।আজ বিকালে অবরুদ্ধ থাকা ঢাকা কলেজের একজন শিক্ষক গণমাধ্যমকে বলেন, অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার সময় শিক্ষকরাও অবরুদ্ধ ছিলেন। বিকাল ৪টা থেকে একঘণ্টার বেশি সময় তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে সাংবাদিকরা অধ্যক্ষের সাক্ষাৎকার নিতে গেলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন তিনি।এরআগে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেনের সই করা অফিস আদেশে বলা হয়, ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, উদ্ভুত পরিস্থিতিতে ১৯শে এপ্রিল থেকে ৫ই মে পর্যন্ত ঢাকা কলেজের হলগুলো বন্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার (১৯শে এপ্রিল) বিকালের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়া হলো।
হল-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
Advertisement