আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এতদিন লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে অন্তর্ভূক্ত ছিল। প্রতিযোগিতার সব ম্যাচ হতো ৫০ ওভারে। তবে এবার দেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসরটি টি-২০ ফরম্যাটে আয়োজিত হয়েছে।নতুন সংস্করণের প্রথম আসরেই শিরোপা জিতে বাজিমাত করেছেন আবাহনী লিমিটেড। সুপার লিগ পর্বের শেষ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ রানে হারিয়ে এ গৌরব অর্জন করে ঐতিহ্যবাহী ক্লাবটি।লিগে ১৬ ম্যাচ খেলে আবাহনীর সংগ্রহ ২৪ পয়েন্ট। এই ম্যাচ জিতলে শিরোপা জিততে পারতো প্রাইম ব্যাংকও। কারণ অলিখিত এই ফাইনালের আগে দুই দলেরই পয়েন্ট ছিল সমান।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। প্রথম বলেই সাজঘরে ফেরেন নাঈম শেখ। অপর ওপেনার মুনিম শাহরিয়ার ৩ রানের বেশি করতে পারেননি।নাজমুল হোসেন শান্তর ৪৫ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে আবাহনী। প্রাইম ব্যাংকের হয়ে রুবেল হোসেন দুই উইকেট শিকার করেন।রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। এক প্রান্তে ধরে খেলে ৪৩ বলে ৪১ রান করেন রুবেল মিয়া। ২০ বলে ১০৫ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হারের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল আনামুল হকের দল।তবে এ সময় অলক কাপালীর ব্যাটে আবারো আশা দেখতে শুরু করে প্রাইম ব্যাংক। মোহাম্মদ সাইফউদ্দিনের করা পেনাল্টিমেট ওভারে এক উইকেট হারালেও স্কোরবোর্ডে আসে ১৬ রান। ফলে শেষ ওভারে হাতে এক উইকেট রেখে দলটির সংগ্রহ ছিল ১৬ রান।শহিদুলের করা শেষ ওভারে প্রথম তিন বলে কোনো রান নিতে পারেননি কাপালি। তবে চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বলে তিনি এক রান নিলেই আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায়। ফলে আশা জাগলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় প্রাইম ব্যাংক।

Advertisement