আব্দুল সামাদ হত্যাকারীর জেল : Moped teen ‘highwaymen’ handed life sentences

ব্রিটবাংলা ডেস্ক : ওয়েস্ট লন্ডনে বাঙালী চ্যারিটি ওয়ার্কার আব্দুল সামাদকে হত্যার দায়ে ১৯ ও ১৮ বছর বয়সী দু ব্যক্তিকে যাবজ্জীবন দন্ড দিয়েছে ওল্ডবেইলি আদালত। গত বছরের ১৬ অক্টোবর আব্দুল সামাদকে ছুরিকাঘাতে হত্যার দায়ে গত মাসে তাদের দোষি সাব্যস্ত করে জুরিবোর্ড। শুক্রবার তাদের সাজার মেয়াদ ঘোষণা করা হয়। খুনি নাথান গিলম্যানিকে অন্তত ২৭ বছর এবং ট্রয় থমাসকে ২২ বছর জেল খাটতে হবে বলে আদালতে বিচারক জানিয়েছেন।

আদালতে জানানো হয়, দোষি এই দুই ব্যক্তি মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়েস্ট লন্ডনে নিজের ঘরের সামনেই ২৮ বছর বয়সী আব্দুল সামাদকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত সামাদ পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন এবং তিনি একটি চ্যারিটি সংস্থার জন্যে কাজ করতেন। তার বিয়ের দিন-তারিখ ধার্য্য করা ছিল। আব্দুল সামাদকে হত্যার পর একই দিন পরবর্তী চার ঘন্টার ভেতরে দোষি ব্যক্তিরা মোটরবাইক যুগে নর্থ লন্ডনে আরো নয়টি ছিনতাইয়ের ঘটনায় আরো ৫জনকে ছুরিকাহত করে বলে আদালতে জানানো হয়।

পূর্বের সংবাদের লিঙ্ক নীচে:

https://britbangla24.com/news/13590

wo moped riders who stabbed a charity youth worker to death during a “four-hour spree of violence” have been sentenced to life in prison.

Nathan Gilmaney, 19, and Troy Thomas, 18, from Maida Vale, west London, killed Abdul Samad, 28, as they tried to rob as many people as possible on the evening of 16 October.

The pair were described as “21st Century highwaymen” in court.

Gilmaney will serve a minimum of 27 years and Thomas a minimum of 22 years.

A jury at the Old Bailey found them guilty of murder last month.

Their pair committed nine knifepoint robberies over four hours in north west London.

Gilmaney stabbed four other victims, who all survived, and admitted he attacked one man because he was “angry” he had tried to run away.

Advertisement