ব্রিট বাংলা ডেস্ক :: সম্পর্কে তিনি আব্বাস সিদ্দিকীর কাকা। ফুরফুরা শরীফের পীরজাদা। আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতিতে আসার আগে তিনিই ছিলেন ফুরফুরার রাজনৈতিক মুখ। সক্রিয় রাজনীতি কোনোদিন করেননি। কিন্তু বাঙালি মুসলমানদের ওপর তার প্রভাব ছিল অপরিসীম। মমতা বন্দ্যোপাধ্যায় এই তহ্বা সিদ্দিকীর ওপর ভর করে ২৭ অথবা মতান্তরে ৩০ শতাংশ মুসলিম ভোটের অনেকটাই পেয়েছেন এর আগে। সেই তহ্বা সিদ্দিকী মানবজমিনকে শনিবার জানালেন- আব্বাস ভুল করছে। বাম বা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কিছু লাভ হবেনা।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করা সম্ভব হবেনা। যে উন্নয়নের কাজ মমতা করেছেন তার আশীর্বাদ তিনিই পাবেন। তহ্বা সিদ্দিকী মনে করেন আসাদউদ্দীন ওয়াইসির মিম এর সঙ্গে যদি আব্বাসের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোট বাঁধে সেটা আরো ভুল হবে। কারণ অবাঙালি মুসলমানের দলকে এই রাজ্যের মুসলিমরা মেনে নেবেন না। তার অভিমত, তাদের পীর বংশ কখনও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেনি। আব্বাস রাজনীতিতে এসে ভুল করেছে। তহ্বা সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের ব্রিফ নেওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ফুরফুরা শরীফ এবারের ভোটে দ্বিধাবিভক্ত?