আমার আমলের সেরা আবিষ্কারই ‘চীনা প্ল্যাগের’ অবসান ঘটাবে: ট্রাম্প

ব্রিট বাংলা ডেস্ক :: আমার আমলের সেরা আবিষ্কারই চীনা প্ল্যাগের( করোনা ভাইরাস) অবসান ঘটাবে। সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না করোনা ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় শতভাগ দাবি করার পর টুইট বার্তায় এমন মন্তব্য করেন ট্রাম্প।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, আরেকটি ভ্যাকসিনের কার্যকারিতা ঘোষণা হলো। মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। যারা ইতিহাসবিদ তারা দয়া করে মনে রাখবেন আমার আমলের এক আবিষ্কারগুলোই চীনা প্ল্যাগের অবসান ঘটাবে।

এর আগে আরেক মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার দাবি করেছে যে তাদের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর।

Advertisement