“আমার মাথায় বুলেট রাখলেও আমি হার্ড ব্রেক্সিট সমর্থন করবো না” (ভিডিওসহ)

ব্রিটবাংলা রিপোর্ট : তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত করায় নিজের নির্বাচনী এলাকার ভোটার, সমর্থক এবং ক্যাম্পেইনারদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন ইস্ট লন্ডনের বেথনালগ্রীণ এন্ড বো আসনের এমপি রুশানারা আলী।


বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আট্রিয়াম বাংকোয়েটিং হলে রুশনারা আলী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কয়েকশ’ আমন্ত্রিত অতিথি ছিলেন। এমপি রুশনারা আলী গত ৮ জুনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। ২০১০ সালে বেথনাল গ্রিন ও বো আসনে প্রথম বাঙালি এমপি রুশনারা আলী ১১,৫৭৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ২০১৫ সালের নির্বাচনে তা বেড়ে দাঁড়ায় ২৪,৩১৭। এ বছর তৃতীয়বারের নির্বাচনে রুশনারা আলী তার সংখ্যাগরিষ্ঠতা ৩৫,৩৯৩ বাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেন।
অনুষ্ঠানে এমপি রুশনারা আলী নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “দেশে শিক্ষাখাতে সরকারের এক দশমিক আট বিলিয়ন পাউন্ড বাজেট কর্তনের বিরুদ্ধে আমার সাথে ক্যাম্পেইনের জন্য এই সামারে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সফল ক্যাম্পেইনের ফলে আমরা বিগত দিনে এক দশমিখ ৩ বিলিয়ন পাউন্ড রক্ষা করতে পেরেছি।”

রুশনারা আলী আরও বলেন, “সরকার পুলিশের সংখ্যা কমানোয় সিকিউরিটি ও সেইফটি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। এজন্য সরকারকে চাপের মুখে রাখতে হবে যাতে এই খাতে অর্থায়ন বাড়ানো হয়। হিংসাত্মক আক্রমণ, সন্ত্রাস ও সাম্প্রতিক এসিড হামলার ঘটনা মোকাবেলায় তহবিল বাড়ানোর ক্যাম্পেইন অব্যাহত রাখতে হবে।”
রুশনারা ব্রিটেনে হার্ড বেক্সিটের বিরোধিতা করে বলেন, “আমার মাথায় বুলেট রাখলেও আমি হার্ড ব্রেক্সিট সমর্থন করবো না। কারণ এতে আমার আসনের মানুষ কর্মসংস্থানের সুযোগ হারাবে। আমরা অল্পবয়সীদের কর্মসংস্থানের জন্য কঠোর পরিশ্রম করছি, আমি এই কাজকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। তাই আগামী কয়েক বছর প্রধানমন্ত্রী টেরিজা মে কে চাপের মুখে রাখবো যাতে তিনি কর্মসংস্থানের সুযোগকে বলি না দেন।”

ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্হিংহ্যামের লেবার দলীয় এমপি খালিদ মাহমুদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উনমেষ দেশাই ও স্থানীয় লেবার পার্টি নেতারা।

Advertisement