আমিনুল হক জিলুর বই ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া‘

যুক্তরাজ্য প্রবাসী তরুণ রাজনীতিবিদ ও কমিউনিটি সংগঠক আমিনুল হক জিলুর লেখা প্রথম ভ্রমণ বিষয়ক গ্রন্থ ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ ঢাকার ইত্যাদি গ্রন্থ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। গ্রন্থটি এবারের একুশের বই মেলায় ইত্যাদি প্রকাশনীর ১৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।


সম্প্রতি সিলেটে গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌরসভা মেয়র আব্দুস শুকুর, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আমিনুল হক জিলু জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement