‘আমি কারো জীবনের নিশ্চয়তা দিতে পারব না’

ব্রিট বাংলা ডেস্ক :: পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

যে কারণে আদালতে তার করা জামিন আবেদন ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ থেকে মঞ্জুর হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, ‘আমি কারো জীবনের নিশ্চয়তা দিতে পারব না। ‘খবর দ্য ডনের’

রাজধানী ইসলামাবাদের বাবু গুরু নানক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর দেয়া বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর জীবনের নিশ্চয়তা ইস্যুতে ইমরান খান বলেন, ‘আদালত কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার নওয়াজের জীবনের নিশ্চয়তা দিতে পারবে কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন। কাল পর্যন্ত আমি আমার নিজের জীবনেরই নিশ্চয়তা দিতে পারব না। সে ক্ষেত্রে আমি কেমন করে অন্যের জীবনের নিশ্চয়তা দেব?’

ইমরান আরো বলেন, ‘বর্তমানে নওয়াজ শরিফের স্বাস্থ্যের দায়িত্ব নিতে আদালত সরকারের প্রতিনিধিদের একটি নির্দেশনা দিয়েছেন। তবে জীবন-মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে। আমরা কেবল চেষ্টা করে যেতে পারি।’

Advertisement